নগরের বাকলিয়া এলাকায় অভিযান চালিয়ে ২৬ হাজার ২০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭)। ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়েছে।

শনিবার (১৭ আগস্ট) ভোররাতে বাকলিয়ার রাজবাড়ি কনভেনশন সেন্টারের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটক মো. মশিউর রহমান লিটন (৩৫) পটুয়াখালী জেলার গলাচিপা থানার চরশিবা এলাকার সেলিম গাজীর ছেলে। মশিউর ট্রাক চালানোর আড়ালে ইয়াবা ব্যবসা করতেন বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-৭ এর সহকারী পু্লিশ সুপার মো. মাশকুর রহমান আপডেট সাতক্ষীরা কে বলেন,র‌্যাবের মহাপরিচালক ড.বেনজীর আহমেদ বিপিএম (বার) মহোদয়ের দিক নির্দেশনা মোতাবেক দেশ ব্যাপি মাদক-জঙ্গী ও সন্ত্রাস বিরোধী অভিযান চলছে। তারই ধারাবাহিকতায় বাকলিয়া এলাকায় অভিযান চালিয়ে ২৬ হাজার ২০০ পিস ইয়াবাসহ মো. মশিউর রহমান লিটন নামে ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়েছে।

তিনি জানান, মো. মশিউর রহমান লিটন ট্রাক চালক। ট্রাক চালানোর আড়ালে তিনি ইয়াবার ব্যবসা করতেন। জব্দ হওয়া ইয়াবাগুলো কক্সবাজার থেকে চট্টগ্রাম শহরে নিয়ে আসছিলেন মশিউর।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন