চট্টগ্রাম রেঞ্জের অপরাধ পর্যালোচনা ও বিবিধ বিষয়ক সম্মেলনে অক্টোবর’১৯ মাসে অপরাধ নিয়ন্ত্রণে দক্ষতা, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অস্ত্র ও মাদক উদ্ধার, নিয়মিত মামলার আসামি গ্রেফতার, পরোয়ানা তামিলসহ সার্বিক কর্মমূল্যায়ণে রেঞ্জের শ্রেষ্ঠ জেলা নির্বাচিত হয়েছে চট্টগ্রাম জেলা । একই সাথে শ্রেষ্ঠ পুলিশ সুপার মনোনীত হয়েছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) নুরেআলম মিনা, বিপিএম (বার), পিপিএম।
এছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে চট্টগ্রাম জেলা পুলিশ শ্রেষ্ঠত্বের আরো ২টি পুরস্কার পেয়েছে।
আজ ২০ নভেম্বর ২০১৯ খ্রি. চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি খন্দকার গোলাম ফারুক, বিপিএম(বার), পিপিএম এঁর নিকট হতে শ্রেষ্ঠত্বের স্বীকৃতিস্বরূপ বিশেষ সম্মাননা স্মারক ও সার্টিফিকেট অফ এপ্রিসিয়েশন গ্রহণ করেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) নুরেআলম মিনা, বিপিএম (বার), পিপিএম।
এছাড়া রেঞ্জের-শ্রেষ্ঠ মামলা তদন্তকারী অফিসার মনোনীত হয়েছেন চন্দনাইশ থানার এসআই(নিঃ) মোঃ গোলাম মোস্তফা। শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার (২য় স্থান) মনোনীত হয়েছেন রাউজান থানার এসআই(নিঃ) আরাফাত বিন ইফসুফ।
এ স্বীকৃতি চট্টগ্রাম জেলা পুলিশের মনোবল, পেশাদারিত্ব ও কর্মোদ্দীপনা বৃদ্ধি করবে।