চাঁদপুর জেলা পুলিশের ইফতার ও দোয়া মাহফিলে আইজিপি।।

দ্বারা zime
০ মন্তব্য 752 দর্শন

 

সংসদ সদস্য, প্রশাসনিক ও বিচার বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, বিশিষ্ট ব্যক্তিবর্গ, মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী, শিক্ষক, সামাজিক-সাংস্কৃৃতিক ব্যক্তিবর্গ, মিডিয়া প্রতিনিধি ও সরকারি-বেসরকারি কর্মকর্তাদের সম্মানে ইফতার মাহফিল করেছে চাঁদপুর জেলা পুলিশ। গতকাল ১৭ মে শুক্রবার চাঁদপুর জেলা পুলিশ লাইনস্-এ জেলা পুলিশের উদ্যোগে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. মোহাম্মদ জাবেদ পাটওয়ারী বিপিএম (বার)। ইফতার মাহফিলে আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানান পুলিশ সুপার জিহাদুল কবির বিপিএম, পিপিএম। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পুলিশ লাইনস্ জামে মসজিদের পেশ ইমাম মাওঃ আব্দুস সালাম। এ দোয়া ও ইফতার মাহফিলে পুলিশ সুপারের আমন্ত্রণে উপস্থিত ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি, চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাডঃ নূরুল আমিন রুহুল, জেলা ও দায়রা জজ জুলফিকার আলী খাঁন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক বিপিএম (বার), পিপিএম, চাঁদপুরের জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান, কুমিল্লাার পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলাম, কেন্দ্রীয় আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সহ-সম্পাদক নির্মল গোস্বামী, জেলা আওয়ামী লীগের সভাপতি ও চাঁদপুর পৌরসভার মেয়র নাছির উদ্দিন আহম্মেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, সহ-সভাপতি ডাঃ জেআর ওয়াদুদ টিপু, চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গণি পাটওয়ারী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার এমএ ওয়াদুদ, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী প্রমুখ।

আমন্ত্রিত অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এএসএম দেলোয়ার হোসেন, এডিএম মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান, চাঁদপুর সাহিত্য একাডেমির মহাপরিচালক রোটাঃ কাজী শাহাদাত, প্রেসক্লাবের সভাপতি শহীদ পাটোয়ারী, চেম্বার অব কমার্সের সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর আখন্দ সেলিম, সিনিয়র সহ-সভাপতি সুভাষ চন্দ্র রায়, পুরাণবাজার কলেজের অধ্যক্ষ রতন মজুমদার, বাবুরহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোশারফ হোসেন প্রমুখ।

জনপ্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ কুদ্দুছ, মতলব দক্ষিণ উপজেলা পরিষদ চেয়ারম্যান এইচএম গিয়াস উদ্দিন, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান, হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী, শাহরাস্তি উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ উল্লাহ চৌধুরী, বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন খাজা আহমেদুর রহমান, ডাঃ এসএম সহিদ উল্লাহ, জীবন কানাই চক্রবর্তী, শহীদুল্লাহ মাস্টার, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, অ্যাডঃ মজিবুর রহমান ভূঁইয়া, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, জেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যাপিকা মাসুদা নূর খান প্রমুখ।

ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ, সরকারি কর্মকর্তাবৃন্দ, পুলিশসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিটের কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন শ্রেণী-পেশার অসংখ্য মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অভ্যর্থনায় পুলিশ সুপারকে সহযোগিতা করেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহিদ পারভেজ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার) শাকিলা ইয়াসমিন সূচনাসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন