ম্যাজিস্ট্রেট ও পুলিশের সাথে অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে পুলিশ সার্ভিস এ্যাসোসিয়েশনের প্রতিবাদ

দ্বারা zime
০ মন্তব্য 268 দর্শন

 

জনৈক চিকিৎসকের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশের সাথে অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদ বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশন প্রতিবাদ জানিয়েছে।আজ ১৯ এপ্রিল ২০২১ খ্রিষ্টাব্দ তারিখে ৭৪ নং স্মারকে বাংলাদেশ পুলিশ সার্ভিস এ্যাসোসিয়শের সভাপতি (অতিরিক্ত আইজিপি) ডিএমপি কমিশনার মোহা শফিকুল ইসলাম ও বাংলাদেশ পুলিশ সার্ভিস এ্যাসোসিয়শের সাধারন সম্পাদক মোহাম্মদ জায়েদুল আলম স্বাক্ষরিত এক প্রতিবাদ পত্র জারি করা হয়।উক্ত প্রতিবাদ পত্রটি নিন্মে প্রদান করা হইলঃ-

উক্ত প্রতিবাদ পত্রে বলা হয় এক পেশায় চাকুরী করে অন্য পেশার কর্মকর্তাদের উদ্যেশে তিনি যে ভাষা ব্যবহার করেছেন তা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে।নারী চিকিৎসক পুলিশ সদস্য কে তুই বলে সম্মোধন করেছেন এবং হারামজাদা বলে দেখে নেওয়ার হুমকি দিয়েছেন। প্রতিবাদ পত্রে আরো বলা হয় লক ডাউনের সময় বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের সামনে পুলিশ  চিকিৎসক কে পরিচয় পত্র দেখাতে বলে কিন্তু চিকিৎসক পরিচয় পত্র না দেখিয়ে পুলিশের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন।যা কোন ভাবেই কাম্য নয়।তার এই আচরণ পুরো পুলিশ বাহিনী কে কটাক্ষ করেছে ও মর্মাহত করেছে পেশাজীবি সংগঠন গুলো কে মুখোমুখি দাঁড় করানোর অপচেষ্টা করেছে।প্রতিবাদ পত্রে আরো বলা হয় দেশের মানুষের সেবা দিতে গিয়ে ৯১ জন বীর পুলিশ সদস্য শাহাদত বরণ করেছেন এবং ২০ হাজারের বেশি পুলিশ সদস্য করোনা আক্রান্ত হয়েছেন।প্রতিবাদ পত্রে পুলিশ সার্ভিস এ্যাসেসিয়েশন ঐ চিকিৎসকের অসৌজন্যমূলক আচরণের জন্য সংশ্লিষ্ট বিভাগের নিকট ঐ চিকিৎসকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবি জানিয়েছেন। 

– প্রেস রিলিজ।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন