ঝিনাইদহে র‌্যাব-6 এর মাদক বিরোধী অভিযানে ৭১০ বোতল ফেন্সিডিল সহ মাদক সম্রাট ফিরোজ আটক!!

দ্বারা zime
০ মন্তব্য 110 দর্শন

♣♣♣♣
চলো যাই যুদ্ধে,
মাদকের বিরুদ্ধে।
উক্ত শ্লোগান কে সামনে রেখে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রঘুনাথপুর থেকে ৭শত ১০ বোতল ফেন্সিডিলসহ ফিরোজ মোল্লা নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্্যাব-৬। এ সময় জব্দ করা হয়েছে ফেন্সিডিল বহনকারী আলু ভর্তি পিকআপ ভ্যান।

আজ রবিবার সকালে তাকে আটক করা হয়। আটককৃত ফিরোজ ফরিদপুর সদর উপজেলার ভাটি কানাইপুর গ্রামের ফজলুর রহমান মোল্লার ছেলে।
 
র‌্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর আব্দুল্লাহ আল মেহেদি প্রতিবেদক কে জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে জেলার সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমান ফেন্সিডিল পিকআপ ভ্যান যোগে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সকালে কালীগঞ্জের রঘুনাথপুর এলাকায় অভিযান চালায় র‌্যাব। এ সময় ৭শ ১০ বোতল ফেন্সিডিল সহ ফিরোজকে আটক করা হয় এবং পিকআপ ভ্যানটি জব্দ করা হয়।তিনি আরো জানান,ধৃত আসামীকে ৭১০ বোতল ফেন্সিডিল সহ ঝিনাইদহ কালিগজ্ঞ থানায় হস্তান্তর করা হয়েছে।ধুত আসামীর নামে ১৯৯০ সালের মাদক দ্রব্য আইনে ১৯(১) এর টেবিলের ৩(খ) ধারায় মামলা দায়ের করা হয়েছে।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন