সাতক্ষীরা পুলিশ লাইন্স মাঠে প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষা অনুষ্ঠিত

দ্বারা zime
০ মন্তব্য 161 দর্শন

 

‘চাকরি নয়, সেবা’-এই শ্লোগানে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে সাতক্ষীরা পুলিশ লাইন্স মাঠে প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষা অথাৎ প্রথম দিনের ইভেন্ট  অনুষ্ঠিত হয়েছে।

আজ  ১৬ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিঃ তারিখ বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে সকাল ০৮:০০ ঘটিকা থেকে সাতক্ষীরা পুলিশ লাইন্স মাঠে অত্র জেলার প্রিলিমিনারি স্ক্রিনিং এ বাছাইকৃত যোগ্য প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ (১ম দিনের কার্যক্রম) পরীক্ষা সম্পন্ন হয়। শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষায় সাতক্ষীরা জেলার নিয়োগ বোর্ডের সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী।

এছাড়াও বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ )  নুর-ই- আলম সিদ্দিকী,অতিরিক্ত পুলিশ সুপার(ঝিনাইদহ সার্কেল),মীর আবিদুর রহমান প্রমুখ।

এসময় নিয়োগ বোর্ডে সহযোগিতা করেন সাতক্ষীরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত মো: সজীব খান, মেডিকেল অফিসার, পুলিশ হাসপাতাল, সাতক্ষীরা, ডা: মোঃ সুমন হোসেন ও মেডিকেল অফিসার,বহেরা উপ-স্বাস্থ্যকেন্দ্র,দেবহাটা ডাঃ ফাতেমা ফারহানা।

এছাড়াও এই নিয়োগ কার্যক্রম পর্যবেক্ষণে পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা হতে প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন শফিকুল ইসলাম, পুলিশ সুপার, এমআরটি পুলিশ, ঢাকা ও মোহাম্মদ রেজা সরোয়ার, অতিরিক্ত পুলিশ সুপার, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন