বাস্তব প্রশিক্ষণরত বিসিএস শিক্ষানবিস সহকারী পুলিশ সুপারদের একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। অদ্য ০৯ ফেব্রুয়ারি ২০২০ সকাল ১০.০০ ঘটিকায় ঢাকা রেঞ্জ সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।৩৬ তম বিসিএস পুলিশ ব্যাচের মোট ২৮ জন শিক্ষানবিস সহকারী পুলিশ সুপার এ কর্মশালায় যোগ দেন।

ঢাকা রেজ্ঞের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল ডিআইজি      জনাব হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার)  কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষানবিস সহকারী পুলিশ সুপারদের বিভিন্ন বিষয়ে ব্রিফিং প্রদান করেন।

এময় শিক্ষানবিস সহকারী পুলিশ সুপারগণ তাহাদের গ্রুপ ভিত্তিক প্রেজেন্টেশন উপস্থাপন করেন। কর্মশালা শেষে ডিআইজি ঢাকা রেঞ্জ জনাব হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার) মহোদয় বিভিন্ন বিষয়ে শিক্ষানবিস সহকারী পুলিশ সুপারদেরকে দিক নির্দেশনা প্রদান করেন। অনুষ্ঠানে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি প্রশাসন ও অর্থ, অপরাধ  জনাব আসাদুজ্জামান  এবং অতিরিক্ত ডিআইজি    অপারেশন এন্ড ইন্টেলিজেন্স জনাব জিহাদুল কবির  সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন