তালায় ন্যাশনাল সার্ভিস কর্মসূচী’র শুভ উদ্বোধন

দ্বারা zime
০ মন্তব্য 269 দর্শন

---

নিজস্ব প্রতিবেদকঃ

জননেত্রী শেখ হাসিনা’র ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে তালা উপজেলায় শিক্ষিত বেকার যুব ও যুব নারীদের অস্থায়ী কর্মসংস্থানের লক্ষ্যে সরকারের অগ্রাধিকারভুক্ত প্রকল্প ”ন্যাশনাল সার্ভিস কর্মসূচির’’ ৬ষ্ঠ পর্বের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার সকালে তালা উপজেলা পরিষদ চত্বরে ও প্রশাসনের আয়োজনে ”ন্যাশনাল সার্ভিস কর্মসূচির” আনুষ্ঠানিকভাবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের ক্লিন ইমেজধারী সদস্য জনাব এ্যাড. মুস্তফা লূৎফুল্লাহ।

তালা উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার জনাব ফরিদ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, সাতক্ষীরা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল কাদের।

তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের সভাপতি সরদার মশিয়ার রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন, তালা সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর গোলাম মোস্তাফা, মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নেসা খানম, তালা থানার চৌকশ  পুলিশ পরিদর্শক অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাসান হাফিজুর রহমান, জেলা আ’লীগের উপ-প্রচার সম্পাদক ও তালা প্রেসক্লাবের সভাপতি প্রণব ঘোষ বাবলূ, মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুর রহমান, শহীদ মক্তিযোদ্ধা কলেজের অধ্যক্ষ এনামুল ইসলাম, তালা সদর ইউনিয়নের চেয়ারম্যান সরদার জাকির হোসেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার ওয়াহিদুল হক,উপজেলা উপজেলা জামে মসজিদের পেশ ইমাম মাওঃ তৌহিদুল ইসলাম প্রমুখ।

সূত্রঃ Talanews24.com





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন