কে এম রেজাউল করিম দেবহাটা : দেবহাটার সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজে ত্রয়োদশ সাতক্ষীরা জেলা রোভার মুট ও ষষ্ঠ কমডেকা-২০২০ এর মহাতাঁবু জলসা ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৯ টায় উক্ত অনুষ্ঠানে অত্র মুট ও কমডেকার চীফ এবং রোভার অঞ্চলের কোষাধ্যক্ষ প্রফেসর মনিরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও সাতক্ষীরা জেলা রোভারের সভাপতি এস এম মোস্তফা কামাল। রোভার মুট ও কমডেকার অন্যতম কর্মকর্তা মনিরুজ্জামান (মহসিন) সহ অন্যান্যদের সহযোগিতায় এবং অত্র মুটের কো-অর্ডিনেটর আবু তালেবের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ছাদেকুর রহমান ও দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীন। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা শরীফ মোহাম্মদ তিতুমীর, কেবিএ কলেজের অধ্যক্ষ রিয়াজুল ইসলাম, কালিগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ জিএম রফিকুল ইসলাম, হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম, উপাধ্যক্ষ আব্দুর রহমান, সীমান্ত আদর্শ কলেজের অধ্যক্ষ আজিজুর রহমান, কেবিএ কলেজের সাবেক উপাধ্যক্ষ আলহাজ্জ আব্দুল মজিদ, রাজবাড়ী কাটুনিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল ওহাব, মুট সচিব ও জেলা রোভারের সম্পাদক এস এম আসাদুজ্জামানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সদস্য, জেলার বিভিন্ন কলেজ থেকে মুট ও কমডেকায় অংশগ্রহণকারী ৩৭ টি রোভার ও গার্ল-ইন-রোভার দল তথা এলাকাবাসী উপস্থিত ছিলেন।