কে এম রেজাউল করিম: বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। কৃষকদের জীবনমান উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকদের কৃষি মৌসুমে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে থাকেন। এবার আসন্ন চলতি মৌসুমে বাংলাদেশের অভ্যন্তরীণ বাজার থেকে মোট ৬ লাখ মেট্রিক টন ধান, ৩ লক্ষ ৫০ হাজার মেট্রিক টন সিদ্ধ চাল এবং ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ২৬ টাকা দরে ধান, ৩৬ টাকা দরে সিদ্ধ চাল, ৩৫ টাকা দরে আতপ চাল সংগ্রহ করা হবে বলে প্রাপ্ত তথ্যে জানাযায়।এরই ধারাবাহিকতায় “শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেবহাটায় উদ্ভোধন করা হয়েছে ধান সংগ্রহ অভিযান। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় পারুলিয়া খাদ্য গুদামে উপজেলার প্রান্তিক কৃষকদের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, উপজেলা কৃষি অফিসার শরীফ মোহাম্মাদ তিতুমীর , উপজেলা-খাদ্য নিয়ন্ত্রক মনিরুজ্জামান, উপ-সহকারী খাদ্য পরিদর্শক আবুল কালাম,উপজেলা-খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা দেব প্রসাদ দাশ প্রমুখ।চলতি আমন মৌসুমে ৮৫৭জন কৃষেকর কাছ থেকে মাথাপিছু ১ মেট্রিকটন করে ধান সংগ্রহ করা হবে। এর মধ্যে পারুলিয়া ইউনিয়ন থেকে ২০০মেট্রিকটন, নওয়াপাড়া ইউনিয়ন থেকে ২১০ মেট্রিকটন টন, কুলিয়া ইউনিয়ন থেকে ২০০মেট্রিকটন, দেবহাটা ইউনিয়ন থেকে ৯৭ মেট্রিকটন, এবং সখিপুর থেকে ১৫০ মেট্রিকটন সর্বমোট ৮৫৭ মেট্রিকটন ধান সংগ্রহ করা হবে।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন