দেবহাটা উপজেলা পরিষদ উপ-নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ্ব মো. মুজিবর রহমান বেসরকারিভাবে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের প্রার্থী আলহাজ্ব মো. রফিকুল ইসলামকে প্রায় ১১ হাজার ভোটে পরাজিত করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
আজ সকাল থেকে বিকাল পর্যন্ত একটানা উপজেলা ৫ টি ইউনিয়নের ৪০টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হয়।
আওয়ামী লীগের মনোনয়ন পান উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মুজিবর রহমান। দলীয় সিদ্ধান্তের বিরোধিতা করে বিদ্রোহী প্রার্থী হন জেলা আওয়ামী লীগের সাবেক নেতা মো. রফিকুল ইসলাম। নির্বাচনে তার প্রতীক ছিল আনারস। এই নির্বাচনকে কেন্দ্র করে দেবহাটা উপজেলা আওয়ামী লীগের কোন্দল প্রকাশ্য রূপ নেয়। দলের মনোনীত নৌকা নাকি বিদ্রোহী প্রার্থীর আনারস- কোন প্রতীকের পক্ষে ভোটাররা রায় দেন তা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন সাতক্ষীরা জেলাবাসী।
উল্লেখ্য, দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গণির মৃত্যুতে পদ শূন্য হওয়ায় আজ বৃহস্পতিবার সেখানে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
বিস্তারিত আসছে………..
সূত্র: ডেইলি সাতক্ষীরা ডটকম।