নেত্রকোনায় পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় মু. আবদুল হাননান খান

দ্বারা zime
০ মন্তব্য 283 দর্শন

 

আইজিপি পদমর্যাদায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের তদন্ত সংস্থার সমন্বয়ক, বীর মুক্তিযোদ্ধা মরহুম মু. আবদুল হাননান খান, পিপিএম নেত্রকোনা জেলার পূর্বধলা থানার খলিশাউড় খান পাড়া গ্রামে তাঁর পারিবারিক কবরস্থানে চির নিদ্রায় শায়িত হয়েছেন।

মরহুমের জানাযা ৩০ নভেম্বর ২০২০ সকাল ১১.০০ ঘটিকায় রাজারবাগ পুলিশ লাইন্সের এসআই শিরু মিয়া মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

জানাযায় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ ড. বেনজীর আহমেদ বিপিএম (বার), ঢাকাস্থ পুলিশের সকল ইউনিটের প্রধানগণ, অবসরপ্রাপ্ত ও কর্মরত পুলিশ কর্মকর্তাগণ, পুলিশ সদস্যগণ, মরহুমের সহকর্মী, বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজন অংশগ্রহণ করেন।

বাংলাদেশ পুলিশের পক্ষে আইজিপি মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে তাঁর গভীর শ্রদ্ধা জানান।

পরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ, পুলিশ সার্ভিস এসোসিয়েশন, অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা, মুক্তিযুদ্ধ জাদুঘর, ঢাকা জেলা প্রশাসন, ঢাকাস্থ নেত্রকোনা জেলা সমিতি, ঢাকাস্থ আটপাড়া সমিতি মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

একটি সুসজ্জিত পুলিশ দল মরহুমকে গার্ড অব অনার প্রদান করে।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন