♣♣♣♣
নড়াইল জেলা পুলিশের মাদক বিরোধী অভিযানে এবার ক্যামেরার ব্যাটাররীর চেম্বার থেকে ১০০ পিস ইয়াবা সহ এক ক্যামেরা ম্যান কে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলা পুলিশের সূত্র জানায়, অদ্য-১১ ই আগষ্ট ২০১৮ খ্রিঃ তারিখ সকালে নড়াইল জেলার পুলিশ সুপার, জনাব মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম এঁর নির্দেশনা মোতাবেক গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল সদর থানার চৌকশ পুলিশ টিম সীমাখালী পুরাতন ফেরীঘাট সংলগ্ন আসামী মোঃ সালমান শরীফ (২৩), পিতা-মোঃ ইউনুস শরীফ এর বাড়ী গিয়ে তার ব্যবহারিত ডিজিটাল ক্যামেরার ব্যাটারী চেম্বারের ভিতর অভিনব কায়দায় রাখা সর্বমোট ১০০ (একশত) পিচ ইয়াবা ট্যাবলেট সহ তাকে গ্রেফতার করে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে নড়াইল সদর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার জনাব মেহেদী হাসান আপডেট সাতক্ষীরা ডটকমের প্রতিবেদক কে জানান,ধৃত আসামী কক্সবাজার টেকনাফ এলাকায় টুরিষ্ট সেজে কৌশলে প্রায়ই তার ব্যবহারিত ক্যামেরার ভিতরে ইয়াবা ট্যাবলেট এনে এলাকার মাদকসেবীদের কাছে বিক্রি করতো।তিনি আরো জানান,ধৃত আসামীর নামে মাদক দ্রব্য আইনে মামলা রুজু পূর্বক তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করার মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন