জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তে নড়াইল জেলা প্রশাসনের শ্রদ্ধা জ্ঞাপন

দ্বারা zime
০ মন্তব্য 271 দর্শন

 

শোক থেকে শক্তি
শোক থেকে জাগরণ’

১৫ আগস্ট ২০২১ স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ সৃষ্টির মহানায়ক বাঙালি জাতির অবিসংবাদিত নেতা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকীতে জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদায় ও ভাবগম্ভীর পরিবেশে পালন উপলক্ষ্যে জাতীয় কর্মসূচির আলোকে জেলা প্রশাসন, নড়াইল কর্তৃক গৃহীত কর্মসূচির অংশ হিসেবে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন নড়াইলের জেলা প্রশাসক  মোহাম্মদ হাবিবুর রহমান।

এসময় পুলিশ সুপার প্রবীর কুমার রায় , অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব দেবাশীষ চৌধুরী, জেলা সিভিল সার্জনের কার্যালয়, গণপূর্ত বিভাগ, নড়াইল পৌরসভাসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টের সকল শহিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয় এবং সকল শহিদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন