খুলনা রেঞ্জ পুলিশের ক্রাইম কনফারেন্সে ওয়ারেন্ট তামিলে নড়াইলের এসপি শ্রেষ্ঠ

দ্বারা zime
০ মন্তব্য 245 দর্শন

 

খুলনা রেঞ্জের ১০টি জেলার মধ্যে ফেব্রুয়ারি মাসে ওয়ারেন্ট তামিলে নড়াইল জেলা প্রথম হয়েছে। এ অর্জনে রবিবার দুপুরে খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় নড়াইল পুলিশ সুপার জসিম উদ্দিনের হাতে একটি সম্মাননা স্মারক তুলে দেন খুলনা রেঞ্জের ডিআইজি মহিদ উদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন- খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) হাবিবুর রহমান,অতিরিক্ত ডিআইজি ক্রাইম এন্ড অপারেশন এ কে এম নাহিদুল ইসলাম,রেঞ্জ অফিসের পুলিশ সুপার খন্দকার অহিদুল করিম,রেঞ্জ অফিসের মিডিয়া সেলের প্রধান অতিরিক্ত পুলিশ সুপার শরফুদ্দীন  সহ ১০ জেলার পুলিশ সুপার, র‌্যাব, এপিবিএন, নৌ-পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, পিবিআই, গোয়েন্দা সংস্থার প্রতিনিধি ও রেঞ্জ কার্যালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।

এর আগে গত বছরের ডিসেম্বর ও এ বছরের জানুয়ারিতেও ওয়ারেন্ট তামিলে ও মামলা নিষ্পত্তিতে প্রথম হন নড়াইলের পুলিশ সুপার জসিম উদ্দিন। ওয়ারেন্ট তামিলে এ নিয়ে চারবার এবং পরপর তিনবার প্রথম হয় নড়াইল জেলা পুলিশ।

তিনি পুলিশ সুপার জসিম উদ্দিন বলেন, ‘এ সম্মাননা আমার দায়িত্ববোধ বাড়িয়ে দিয়েছে। ভবিষ্যতেও এ ধরনের ভালো কাজের চেষ্টা অব্যাহত থাকবে।’

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, কর্তব্যনিষ্ঠা, সততা, দক্ষতা ও শৃঙ্খলামূলক আচরণের জন্য প্রশংসনীয় হয়েছেন নড়াইলের পুলিশ সুপার জসিম উদ্দিন। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকেও দুইবার ‘রাষ্ট্রপতি পুলিশ পদক’ অর্জন করেছেন তিনি।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন