মুসলিম জাহানের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সারাদেশের ন্যায় নড়াইলে শান্তিপূর্ণভাবে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। বুধবার (০৫ জুন) নড়াইলে ঈদের প্রধান জামায়াত কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হয়েছে।

ঈদ জামায়াতে ইমামতি করেন কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আশরাফ আলী। কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার ( তদন্ত) এ এফ এম আমিনুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার), অতিরিক্ত জেলা প্রশাসক মো: ইয়ারুল ইসরাম, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ^াস, পৌরমেয়র জাহাঙ্গীর বিশ্বাস প্রমূখ।

এছাড়া নড়াইল পুলিশ লাইনস ঈদগাহ ময়দানে সকাল ৭টা, বরাশুলা ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৭টা, রূপগঞ্জ জামে মসজিদ ঈদগাহ, মাছিমদিয়া ঈদগাহ, রূপগঞ্জ পুলিশ ফাঁড়ি ঈদগাহ ময়দান, উত্তর কুড়িগ্রাম ঈদগাহ ময়দান, সীমাখলী ঈদগাহ ময়দান সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

বিভিন্ন সূত্রে জানা গেছে, নড়াইল জেলার তিনটি উপজেলায় মোট ৫১৯ টি ঈদের জামাত অনুষ্ঠিত হয়।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন