আজ শনিবার (২৪ অক্টোবর) সকাল ১১.০০ ঘটিকায় পঞ্চগড় সদর থানাধীন টুনিরহাট বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ১৭ টি সিসিটিভি ক্যামেরার শুভ উদ্বোধন করেন পঞ্চগড়ের পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী।

এর আগে টুনিরহাট বণিক সমিতির আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী। এ সময় উপস্থিত ছিলেন পঞ্চগড় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আমিরুল ইসলাম, পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ আবু আক্কাস আহমেদ, এসআই কাইয়ুম আলী, ৪নং কামাত কাজলদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোজাহার আলী, টুনিরহাট বণিক সমিতির সভাপতি মোঃ আবেদ আলী শাহ ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মুমিন, বণিক সমিতির সদস্য ও স্থানীয় ইউপি সদস্য মোঃ অজিফুল হক প্রমুখ।

আলোচনা সভায় পুলিশ সুপার বলেন, সিসিটিভি ক্যামেরা স্থাপনের ফলে পঞ্চগড় জেলার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা অনেকটা সহজ হয়েছে। যারা বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকছে তাদেরকে সনাক্ত করা সহজ হচ্ছে। এ সময় তিনি নারী ও শিশু নির্যাতন বিরোধী আলোচনার পাশাপাশি মাদক নির্মূলে জনগণকে সোচ্ছার থাকার আহবান জানান।

এছাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আমিরুল ইসলাম তাঁর বক্তব্যে জেলা পুলিশের সিসিটিভি ক্যামেরা স্থাপনের উদ্যোগকে সাধুবাদ জানান।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন