যথাযোগ্য মর্যাদায় পঞ্চগড়ে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপিত

দ্বারা zime
০ মন্তব্য 210 দর্শন

 

পঞ্চগড়ে শহীদ বুদ্ধিজীবী দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে পঞ্চগড়ের শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানাতে বঙ্গবন্ধুর ম্যুারাল,মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ এবং ৭১ এর বধ্যভূমিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে।

সোমবার (১৪ ডিসেম্বর) সকাল ৯ টায় পঞ্চগড় সার্কিট হাউজে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুারালে, মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ এবং ৭১ এর বধ্যভূমিতে সামাজিক দূরত্ব বজায় রেখে শ্রদ্ধাঞ্জলি দেন জেলা প্রশাসক ড. সাবিনা ইয়ামমিন, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাদ জাহান, জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, অতিরিক্ত পুলিশ সুপার (পঞ্চগড় সদর) আলমগীর হোসেন, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, রাজনীতিক নেতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়াও জেলা প্রশাসনের উদ্যোগে ভার্চুয়াল আলোচনার আয়োজন করা হয়।

এসময় বক্তারা বলেন, সম্পূর্ণ পরিকল্পিতভাবে জাতিকে মেধাশূন্য করতেই পাকিস্তানি হানাদার বাহিনীরা বিজয়ের আগ মুহুর্তে বুদ্ধিজীবীদের হত্যা করেছে। তাদের সেই আত্নত্যাগের কথা জাতি সারাজীবন শ্রদ্ধার সাথে স্মরণ করবে।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন