মঙ্গলবার আরএমপির দামকুড়া থানাধীন চর মাঝারদিয়া গ্রামে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতেই আরএমপির কমিশনার আবু কালাম সিদ্দিক চর মাঝারদিয়া গ্রামে বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন করেন। এরপর করোনা ভাইরাস মোকাবেলায় সচেতনতামুলক কার্যক্রম পরিচালনা করেন এবং সভায় উপস্থিত শিশু-কিশোর ও জনসাধারণের মধ্যে মাক্স বিতরণ করেন।
আরএমপি কমিশনার সভায় উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং বলেন পুলিশিং সেবা তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেয়ায় জন্য আরএমপি এর এই প্রয়াস। কমিশনার এ সময় হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে ধন্যবাদ জ্ঞাপন করেন।
তিনি আরো বলেন পুলিশিং সেবা তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে আরএমপির সকল কর্মকর্তা আজ আপনাদের মাঝে এসেছে। এসময় কমিশনার মহোদয় চর মাঝারদিয়ার সকল জনগণকে মাদক থেকে দূরে থাকার জন্য উদাত্ত আহ্বান জানান। মাদকের ভয়াবহ কুফল আপামর জনসাধারণের মাঝে তুলে ধরেন।
পুলিশ কমিশনার চর মাঝারদিয়ার অবকাঠামোগত উন্নয়নের জন্য সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেন এবং রাজশাহী সিটি কর্পোরেশনের সকল সুযোগ-সুবিধা এই গ্রামে পৌঁছে দেয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করার আশ্বাস প্রদান করেন। সকল প্রকার মাদক ব্যবসায়ীকে সমাজচ্যুত করার জন্য জনসাধারণের মাঝে আহ্বান জানান।