পুলিশ কর্মকর্তাদের রচিত তিনটি বইয়ের মোড়ক উন্মোচন করলেন আইজিপি

দ্বারা zime
০ মন্তব্য 422 দর্শন

 

 

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) প্রধান অতিথি হিসেবে পুলিশ কর্মকর্তাদের রচিত তিনটি বইয়ের মোড়ক উন্মোচন করেছেন।

আজ (৬ মে) বিকালে পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে এ মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বই তিনটির মধ্যে রয়েছে, পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি (ওয়েলফেয়ার) রুহুল আমিন শিপারের ভ্রমণ গদ্য ‘দ্রাবিড়ের আর্য দর্শন’, এআইজি (ইকুইপমেন্ট-২) মো. শহীদুল ইসলাম রচিত ‘করোনাকালে মানবিক পুলিশ’ এবং অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ শুভ্র প্রণীত উপন্যাস ‘নীল ফড়িং’।

লেখকদের স্বাগত জানিয়ে আইজিপি বলেন, পুলিশের মত চ্যালেঞ্জিং পেশায় নিয়োজিত থেকেও সাহিত্যচর্চায় আপনাদের এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। বইগুলোর ব্যাপক প্রসার কামনা করেন আইজিপি।

অনুষ্ঠানে অতিরিক্ত আইজিপি(প্রশাসন এন্ড অর্থ) ড.মইনুর রহমান চৌধুরী,  Rab এর মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন,ডিএমপি কমিশনার মোহা শফিকুল ইসলাম,সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মাহাবুবুর রহমান,হেড কোয়ার্টার ডিআইজি মোঃআমিনুল ইসলাম,ঢাকা রেজ্ঞের ডিআইজি মোঃ হাবিবুর রহমান  সহ পুলিশের  ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন