পুলিশ জনগনের বন্ধু –এমনটি দৃষ্টান্ত স্থাপন করেছেন দেবহাটা সার্কেলের সহকারী পুলিশ সুপার শেখ ইয়াছিন আলী। দেবহাটাতে যাত্রীবাহী চলন্ত বাস থেকে ফেলে দেয়া বৃদ্ধা শেখ জোহর আলী (৭২)-এর পাশে দাড়িয়ে মানবতার অনন্য দৃষ্টান্ত দেখিয়েছেন দেবহাটা সার্কেলের সহকারী পুলিশ সুপার শেখ ইয়াছিন আলী। বৃহষ্পতিবার সকাল ১০ টার দিকে কালীগঞ্জ থেকে সাতক্ষীরাগামী (সাতক্ষীরা জ ১১-০০৫৮) চলন্ত বাস থেকে হেলপার বৃদ্ধ জোহর আলীকে দেবহাটার পারুলিয়া ইউনিয়ন পরিষদ এলাকায় ধাক্কা মেরে ফেলে দেয়। রাস্তাতেই ঘটনাটি চোখে পড়ে দেবহাটা সার্কেলের সহকারী পুলিশ সুপার শেখ ইয়াছিন আলীর। তাৎক্ষনিক আহত বৃদ্ধকে নিজের গাড়ীতে করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি সহ প্রয়োজনীয় চিকিৎসা ও ঔষধপত্রের ব্যবস্থাও করেন সহকারী পুলিশ সুপার। ঘটনার কিছুক্ষনের মধ্যে তারই নির্দেশনায় কুলিয়া ইউনিয়ন পরিষদের সামনে থেকে দেবহাটা থানার পুলিশ সদস্য জিয়াউর রহমান ওই যাত্রীবাহী বাসটিকে সাময়িক আটক ও কাগজপত্র জব্দ করেন। পরবর্তীতে যাত্রীবাহী বাসটির মালিকের থেকে ক্ষতিপুরন হিসেবে কিছু আর্থিক সহায়তাও আহত বৃদ্ধ জোহর আলীর হাতে তুলে দেন সহকারী পুলিশ সুপার শেখ ইয়াছিন আলী। এসময় দেবহাটা সার্কেল অফিসের পুলিশ পরিদর্শক শহিদুল ইসলাম, দেবহাটা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মাহমুদুল হাসান শাওন, কুলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম সহ অন্যাণ্যরা উপস্থিথ ছিলেন।