পুলিশ সুপারের কাছে ফোন অতপর বাড়ি বসে বস্তাভর্ত্তি খাদ্য সামগ্রী পেলেন কাঠ মিস্ত্রি সোলায়মান মিয়া

দ্বারা zime
০ মন্তব্য 377 দর্শন

 

খুলনা জেলা পুলিশ সুপার এসএম শফিউল্লাহ বিপিএম এঁর কাছে খেটে খাওয়া কাঠ মিস্ত্রি সোলায়মান মিয়া ফোন দিয়ে বাড়ি বসে খাদ্য সামগ্রী পেয়েছেন।খুলনা জেলা পুলিশের ফেইজবুক পেজ থেকে বিষয়টি জানা গেছে।
khulna district police আইতে যা লেখা ছিলো….

সােলায়মান মিঞা ! একজন কাঠমিস্ত্রী। স্ত্রী-পরিজন নিয়ে বড় সংসার। ভাল ডিজাইন পেলে তার হাতে কাঠগুলাে পায় নতুনত্ব। সময় খারাপ যাচ্ছে তার। হাতে কোন কাজ নেই। বৈশ্বিক এই দুর্যোগ, একজন সােলায়মান মিঞাকেও ভাবিত করে। তার ভাবনা, পরিজন নিয়ে টিকে থাকার। গতকাল হঠাৎ পুলিশ সুপার, খুলনার মােবাইলে ফোন আসে সােলায়মান মিয়ার। কাতর কণ্ঠে সােলায়মান মিঞার আকুতি “স্যার বড় বিপদে পড়ে গেছি।” খেটে খাওয়া সােলায়মান সহজে বলতে চান না তার দুঃখের কথা, না খেয়ে একবেলা কাটানাের কথা। পুলিশ সুপারের
কোমল স্বর তাকে আশ্বস্ত করে। তাৎক্ষণিক পুলিশ সুপার, খুলনার নির্দেশে পাঠিয়ে দেয়া হয় খাদ্য-সামগ্রী।


বেঁচে থাক মানবিকতা।
খুলনা জেলা পুলিশ সবসময় আছে আপনাদের সাথে।
• “সামাজিক দূরত্ব বজায় রাখুন, নিরাপদ থাকুন”
• জেলা পুলিশ, খুলনা।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন