পেঁয়াজের বাজার স্থিতিশীল রাখতে খুলনায় মতবিনিময় সভা।।

দ্বারা zime
০ মন্তব্য 280 দর্শন

 

খুলনায় পেঁয়াজের বাজার স্থিতিশীল রাখতে স্থানীয় আমদানিকারকদের সাথে মতবিনিময় সভা আজ (বৃহস্পতিবার) বিকেলে অনুষ্ঠিত হয়। খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ইশরাত জাহান।

সভাপতি আপাতত চাহিদা মেটানোর জন্য খুলনার পাশর্^বর্তী জেলা এবং মিশর, চীন, তুরস্ক থেকে পেঁয়াজ আমদানির আহ্বান জানান। একইসাথে তিনি অবৈধ মজুদ বা কারসাজির মাধ্যমে কেউ যেন পেঁয়াজের বাজারকে অস্থিতিশীল না করতে পারেন সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানে আমাদানীকারকরা বিভিন্ন সুপারিশ তুলে ধরে বলেন, পেঁয়াজের জন্য প্রতিবছর ভারতের ওপর নির্ভরশীল হয়ে থাকা বুদ্ধিমানের কাজ নয়। তারা দেশীয় উৎপাদন বৃদ্ধি এবং তা সংরক্ষণের জন্য প্রতি জেলায় কোল্ডস্টোরেজ নির্মাণের আহ্বান জানান। এছাড়া পেঁয়াজ পচনশীল দ্রব্য হওয়ায় এর পরিবহনকে নির্বিঘেœ করার দাবি জানান তারা।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমান সহ জেলা বাজার কর্মকর্তা, টিসিবি প্রতিনিধি এবং খুলনার পেঁয়াজ আমাদানিকারকগণ উপস্থিত ছিলেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন