তালায় জাতীয় ইঁদুর নিধন অভিযান পালিত।।

দ্বারা zime
০ মন্তব্য 467 দর্শন

 

 

মহাসিন হোসেন বাবলু : আসুন সম্পদ ও ফসল রক্ষায় সম্মিলিত ভাবে ইঁদুর নিধন করি- প্রতিপাদ্যকে সামনে রেখে তালায় জাতীয় ইদুর নিধন অভিযান-১৯ পালিত হয়েছে। তালা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়াজনে দিবসটি উপলক্ষ্যে বুধবার (১৬ অক্টোবর) সকালে তালা উপশহরে একটি র‌্যালী প্রদক্ষিন করে। পরে উপজেলা পরিষদ চত্বরে এক আলোচনা সভা উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ মো. আব্দুল্লাহ আল মামুন’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখে, উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেন। কৃষি সম্প্রসারণ অফিসার শুভ্রাংশু শেখর দাশ’র পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ি। এসময় অন্যান্যের মধ্যে উপজেলা খাদ্য নিয়ন্ত্রন কর্মকর্তা অবু হেনা মোস্তফা কামাল, যুব উন্নয়ন অফিসার ওবায়েদুল হক হাওলাদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মাহফুজুর রহমান, উপজেলা খাদ্য গুদামের (ভারপ্রাপ্ত) কর্মকর্তা রবিউল ইসলাম, উপজেলা উদ্ভীদ সংরক্ষন অফিসার মা. আবু জাফর ও সহকারী খাদ্য পরিদর্শক মো. মিকাইল হোসেন প্রমুখ। এদিকে, ইঁদুর নিধন অভিযানের কর্মসূচী শেষে একই স্থলে “আমাদের কর্মই আমাদের ভবিষ্যৎ, পুষ্টিকর খাদ্যেই হবে আকঙ্খিত ক্ষুধামুক্ত পৃথিবী” প্রতিপাদ্য স্লোগানকে সামনে রেখে বিশ্ব খাদ্য দিবস’র অনুরুপ এক র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও উপজেলা খাদ্য অফিস যৌথ ভাবে দিবসটি পালনে এদিন কর্মসূচীর আয়োজন করে।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন