সাতক্ষীরা থানার সকল ফোর্সদের সতর্ক থাকতে বল্লেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) সজিব খান।বুধবার সন্ধায় সাতক্ষীরা থানা পরিদর্শন কালে রোল কলে সকল এসআই, এএসআই ও কনস্টেবল দের ডেকে এ নির্দেশনা প্রদান করেন অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন সজিব খান।রোল কলে ফোর্সদের ডেকে ফোর্সের হিসাব নেন অতিরিক্ত পুলিশ সুপার পাসাপাসি জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম-বার এঁর দিক নির্দেশনা মোতাবেক ফোর্সদের সার্বক্ষণিক এলার্ট থাকতে বিশেষ দিক নির্দেশনা প্রদান করেন জেলা পুলিশের সেকেন্ড শীর্ষ এই কর্মকর্তা।এসময় জেলার আলফা টু ফোর্সদের পরিস্কার পরিচ্ছন্ন পোশাক পরার নির্দেশ দেন ও সঠিক ভাবে অস্ত্র ও হ্যান্ড ক্যাপ ব্যবহার করার নির্দেশ প্রদান করেন।

এসময় সাতক্ষীরা থানার ভারপ্রাপ্ত ওসি বুরহান উদ্দিন,পরিদর্শক(অপারেশন)মাছুম খান,সেকেন্ড অফিসার হাসান রহমান,এসআই মোস্তাফিজুর রহমান,এসআই হাজ্জাজ,এসআই মানিক সাহা,এসআই আহম্মদ,এসআই ওহেদ, এসআই শিমুল, এএসআই সাইফুল,এএসআই আসাদ,এএসআই সাজ্জাদ,এএসআই লালন,এএসআই নজরুল,এএসআই রাশেদ,এএসআই জাকির,এএসআই মনির সহ থানার সকল ফোর্স ও স্টাফ গণ উপস্থিত ছিলেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন