কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচীর উদ্বোধন করলেন এমপি রবি

দ্বারা zime
০ মন্তব্য 169 দর্শন

 

মাহফিজুল ইসলাম আককাজ : ২০২০-২১ অর্থবছরে খরিপ-১ মৌসুমে উফশী আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচীর আওতায় খুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কর্মসুচির উদ্বোধন করা হয়েছে। বুধবার (২১ এপ্রিল) বেলা ১১টায় সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সদর উপজেলা ডিজিটাল কর্ণারে সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে খুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসুচির উদ্বোধন করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,‘আমরা বর্তমানে একটি কঠিন সময় পার করছি। মহামারী করোনা ভাইরাস আমাদের জীবনকে এলো মেলো করে দিয়েছে। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সকলকে আরো বেশি সতর্ক ও সজাগ হতে হবে। স্বাস্থ্য বিধি মেনে মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। তিনি আরো বলেন, বিএনপি-জামাত ক্ষমতায় থাকাকালীন এই সার পেতে কত কৃষক জীবন দিয়েছে। আর বাংলাদেশ আওয়ামীলীগ সরকার ক্ষমতায় এসে কৃষকের ঘরে ঘরে পৌছে দিচ্ছে। আমাদের সাতক্ষীরার ভূমি খুবই উর্বর। সাতক্ষীরা জেলায় চাল, মাছ, আম, কুল, শবজি প্রচুর উৎপাদন হয়। জেলার চাহিদা মিটিয়ে আমরা বাহিরের জেলা ও দেশের বাহিরে রপ্তানী করি।’
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ¦ মো. আসাদুজ্জামান বাবু, সাতক্ষীরা পৌরসভার প্যানেল মেয়র কাজী ফিরোজ হাসান, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইয়ারুল হক, পৌর আওয়ামীলীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, জেলা কৃষকলীগের সভাপতি বিশ^জিৎ সাধু, সাধারণ সম্পাদক মন্জুর হোসেন, ধুলিহর ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান (বাবু সানা), ব্রহ্মরাজপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স.ম শহিদুল ইসলাম, লাবসা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আলহাজ¦ মো. আব্দুল হান্নান প্রমুখ।
এসময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপ-সহকারি কৃষি অফিসার উপ-সহকারি কৃষি অফিসার অমল ব্যানার্জী, রঘুজিৎ গুহ, ইউনিয়ন কৃষি অফিসার আঃ সাত্তার, আনিছুর রহমান প্রমুখ।
খরিপ-১/২০২১-২২ মৌসুমে উফশী আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় খুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার, বিতরণের জন্য পৌরসভা/ইউনিয়ন ওয়ারী খুদ্র-প্রান্তিক ২ হাজার ৫শ’ জন চাষীর মধ্যে প্রত্যেককে ৫ কেজি উফশী আউশ ধানের বীজ, ২০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার সহায়তা বিতরণ করা হয়েছে। সাতক্ষীরা সদরের ১৪টি ইউনিয়ন ও পৌরসভার প্রণোদনা কর্মসূচির আওতায় ২ হাজার ৫শ’ জন খুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসুচির উদ্বোধন করা হয়। এসময় জনপ্রতিনিধি ও সদর উপজেলা কৃষি অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ অফিসার প্লাবনী সরকার।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন