বক্সিং প্রতিযোগিতায় সাতক্ষীরার মেয়ে আফরা খন্দকার প্রাপ্তি’র স্বর্ণজয় লাভ।।

দ্বারা zime
০ মন্তব্য 402 দর্শন

 

ওয়ালটন জাতীয় জুনিয়র বক্সিং প্রতিযোগিতা ২০১৯ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে ঢাকা মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামে বাংলাদেশ এ্যামেচার বক্সিং ফেডারেশনের আয়োজনে ৫ম জাতীয় জুনিয়র বালিকা বক্সিং প্রতিযোগিতায় সাতক্ষীরার কৃতি সন্তান আফরা খন্দকার প্রাপ্তি ফাইনালে ৪৫ কেজি ওজন শ্রেণিতে প্রথম স্থান অধিকার করে স্বর্ণজয় করেছে। বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সহ-সভাপতি নিজাম উদ্দিন চৌধুরী’র সভাপতিত্বে ৫ম জাতীয় জুনিয়র বালিকা বক্সিং প্রতিযোগিতার ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ এ্যামেচার বক্সিং ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল শরীফ কায়কোবাদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালটনের নির্বাহী পরিচালক এফ.এম ইকবাল বিন আনোয়ার (ডন), রেডিও টুডে’র হেড অব প্রোগ্রাম ডেভেলপমেন্ট মো. জহিরুল ইসলাম টুটুল প্রমুখ।

বাংলাদেশ এ্যামেচার বক্সিং ফেডারেশনের আয়োজনে ৫ম জাতীয় জুনিয়র বালিকা বক্সিং প্রতিযোগিতার ফাইনালে আফরা খন্দকার প্রাপ্তি ঢাকা ওয়ান্ডায়ারস এর কোহিনুর খাতুনকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অতিাথিদের হাত থেকে সাতক্ষীরার কৃতি সন্তান আফরা খন্দকার প্রাপ্তি স্বর্ণপদক গ্রহণ করে। সে বিকেএসপি’র শিক্ষার্থী। জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য সাতক্ষীরার সুলতানপুরের খন্দকার আরিফ হাসান প্রিন্স ও জেলা মহিলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য মমতাজ খাতুন মিরার বড় মেয়ে। আফরা খন্দকার প্রাপ্তি সাতক্ষীরাসহ দেশবাসীর কাছে তার সাফল্যের জন্য দোয়া ও আর্শিবাদ কামনা করেছেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন