বঙ্গবন্ধু হত্যা না হলে আয়কর মেলার প্রয়োজন হতো না: নৌপ্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।।

দ্বারা zime
০ মন্তব্য 418 দর্শন

 

স্বাধীনতার ৪৮ বছরেও আয়করের জন্য মেলা করাকে দুর্ভাগ্যজনক উল্লেখ করে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছিল বলেই বাংলাদেশের ঘুরে দাঁড়াতে সময় লাগছে। তিনি বলেন, যে দেশে স্বাধীনতার জন্য ৩০ লাখ মানুষ প্রাণ দিয়েছে সে দেশের মানুষ আয়কর দেবে না এটা হতে পারে না। এজন্য বঙ্গবন্ধু হত্যার পরবর্তী রাজনীতিবিদদের দায়ী করেন তিনি।

গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টায় দিনাজপুরে আয়কর মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও অর্থমন্ত্রী সাইফুর রহমানের নাম উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, তারাই নিজেদের কালো টাকা সাদা করেছে। এটা দেশের জন্য দুর্ভাগ্যজনক। তিনি আয়কর দেওয়ার জন্য সবাইকে উৎসাহী হওয়ার আহ্বান জানান। রংপুর কর অঞ্চলের কর কমিশনার আবদুল লতিফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- দিনাজপুর জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী, জেলা প্রশাসক (ডিসি) মাহমুদুল আলম এবং দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সুজা-উর রব চৌধুরী। প্রধান অতিথি ফিতা কেটে ও বেলুন উড়িয়ে তিন দিনব্যাপী এ আয়কর মেলার উদ্বোধন করেন। দিনাজপুর উপ-কর কমিশনারের কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ মেলায় আয়কর জমা দেওয়ার জন্য বিভিন্ন স্টল বসানো হয়েছে।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন