বরিশালে জাতীয় সমাজসেবা দিবস উদযাপিত

দ্বারা Update Satkhira
০ মন্তব্য 138 দর্শন

 

আলোচনা সভা, র‌্যালি, পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বরিশালে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। 

‘উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায়, দেশ গড়বো সমাজ সেবায়’ শ্লোগান নিয়ে সোমবার সকাল ১০ টায় জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর যৌথভাবে নগরীর বান্দ রোডের শিল্পকলা একাডেমী মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করে।

জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো. আমিন-উল আহসান।

বিশেষ অতিথি ছিলেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুক আহমেদ, বিভাগীয় সমাজসেবা অধিদপ্তরের পরিচালক মো. শহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহজাহান হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু ও জেলা সমাজ সেবা উপ-পরিচালক আল মামুন তালুকদার।

এছাড়া অনুষ্ঠানে স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থাসমূহের কর্মকর্তা-কর্মচারী এবং সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভার শেষ পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। এ উপলক্ষ্যে রাতে আয়োজন করা হয়েছে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের।

সভার আগে সার্কিট হাউজ চত্বরে ফেস্টুন বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শিল্পকলা একাডেমী চত্ত্বরে গিয়ে শেষ হয়।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন