বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী সাতক্ষীরা জেলা সংসদের ৫ম দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত।।

দ্বারা zime
০ মন্তব্য 173 দর্শন

 

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী সাতক্ষীরা জেলা সংসদের ৫ম দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমিতে শেখ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি সুখেন রায়।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক কংকন নাগ, নির্বাহী সদস্য কে এম শরীফ ও সদস্য শরিফুল আহছান রিফাত। এর আগে সকাল সাড়ে ৯টায় উদীচী কার্যালয় হতে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শহীদ আব্দুর রাজ্জাক পার্কের শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের শুভ উদ্বোধণ ঘোষণা করেন বীর মুক্তিযোদ্ধা কাজী রিয়াজ। প্রথম অধিবেশনে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে মধ্যহ্ন ভোজন ও নামাজ বিরতীর পর দ্বিতীয় অধিবেশনে শেখ সিদ্দিকুর রহমান কে সভাপতি ও সুরেশ পান্ডে কে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট উদীচীর সাতক্ষীরা জেলা সংসদের কমিটি গঠিত হয়।

কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন, সহ সভাপতি ইঞ্জি. কবিরউদ্দীন আহমেদ, আবু আফফান রোজবাবু, শেখ মুহসিন আলি, যুগ্ম সাধারণ সম্পাদক সায়েম ফেরদৌস মিতুল, অর্থ সম্পাদক স্বপন কুমার মন্ডল, সম্পাদক মন্ডলী পল্টু বাসার, মনিরুজ্জামান মুন্না,সাকিবুর রহমান

বাবলা, এস.এম হাবিবুল হাসান, নির্বাহী সদস্য তৃপ্তি মোহন মল্লিক, আনিসুর রহিম, অধ্যাপক সালেহা আক্তার, চৈতালী মুখার্জী, আফসানা মিমি, মোঃ আব্দুল আজিজ, এ্যাডঃ শাহনেওয়াজ পারভীন মিলি, আব্দুস সবুর বিশ্বাস, কাজী মাসুদুল হক, মোঃ আবুল হোসেন, বাবু শান্তি গোপাল চক্রবর্তী, বিউটি চক্রবর্তী, শেখ মনিরুল ইসলাম মনির। (প্রেস বিজ্ঞপ্তি)





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন