বাগেরহাটে একযোগে ৮৪ স্থানে ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

দ্বারা zime
০ মন্তব্য 176 দর্শন

 

জনসচেতনতা তৈরি করতে বাগেরহাটে একযোগে ৮৪ স্থানে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরোধী সভা অনুষ্ঠিত হয়েছে। বাগেরহাট জেলা পুলিশের আয়োজনে জেলার বিভিন্ন এলাকায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।বীর মুক্তিযোদ্ধা, শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

শনিবার (১৭ অক্টোবর) সকালে শহরের যদুনাথ ইনষ্টিটিউট চত্বরে এই সমাবেশের উদ্বোধন করেন বাগেরহাট জেলা পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়।
পরে দুপুরে বাগেরহাট শেখ হেলাল উদ্দিন কাবাডি স্টেডিয়ামে অনুষ্ঠিত ধর্ষণ ও নারী নির্যাতনের বিরোধী সভায় বক্তব্য দেন জেলা পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় ।
এসময় বাগেরেহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম, বাগেরহাট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাংবাদিক আহাদ উদ্দিন হায়দার. পৌর কাউন্সিলর ও বাগেরহাট প্রেস ক্লাব এর সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকি . বাগেরহাট সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, তালুকদার রিনা সুলতানা, তানিয়া খাতুন, বাগেরহাট রোটারী ক্লাবের সভাপতি মোঃ শরিফুল ইসলাম সেলিম, শিক্ষার্থী শায়লা ইয়াসমীন রিপা, আসমা আক্তারসহ আরও অনেকে বক্তব্য দেন।সমাবেশে বক্তারা বলেন, নারী নির্যাতন ও ধর্ষণ বন্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। সবাইকে সচেতন থাকতে। নিজের পরিবারের সকল সদস্যদেরকে ধর্ষক ও মাদক থেকে দূরে রাখতে হবে। সন্তানদেরকে সার্বক্ষনিক নজর দারিতে রাখার আহবান জানান বক্তারা। এছাড়া নারী নির্যাতন, ধর্ষণসহ যেকোন অপরাধ রুখতে সকলকে পুলিশকে সহযোগিতা করার আহবান জানানো হয়।জেলার ৯টি উপজেলা, ৭৫টি ইউনিয়ন ও তিনটি পৌরসভায় ৮৪টি বিট থেকে ধর্ষণ ও নারী শিশু নির্যাতন বিরোধী সভা করছে বাগেরহাট জেলা পুলিশ।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন