সাতক্ষীরায় “মন্দির দর্পণ”- ২৯ সংখ্যার মোড়ক উন্মোচন করলেন সাতক্ষীরার এসপি মোস্তাফিজুর রহমান

দ্বারা zime
০ মন্তব্য 228 দর্শন

 

আলতাফ হোসেন: সাতক্ষীরায় “মন্দির দর্পণ”- ২৯ সংখ্যার মোড়ক উন্মোচন আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সাতক্ষীরা জেলা মন্দির সমিতির আয়োজনে সনাতন ধর্মের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা মহা সপ্তমীতে শুক্রবার সন্ধায় পুরাতন সাতক্ষীরা মায়েরবাড়ি মন্দির চত্বরে “মন্দির দর্পণ”- ২৯ সংখ্যার মোড়ক উন্মোচন আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শারদীয় সংখ্যার মোড়ক উন্মোচন করেন সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পিপিএম (বার)।


সাতক্ষীরা জেলা মন্দির সমিতির সভাপতি বিশ্বনাথ ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ ও সংগঠনের উপদেষ্টা প্রফেসর সুকুমার দাশ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহ্উদ্দিন, সদর থানার অফিসার ইনচার্জ মোঃ আসাদুজ্জামান।

এছাড়া উপস্থিত ছিলেন মন্দির কমিটির সহ-সভাপতি দাশ সোনাতন চন্দ্র, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল, দুর্গাপূজা উদযাপন কমিটির আহবায়ক আনন্দ কুমার সরকার,পিটিআইয়ের ইন্সট্রাক্টর দেবাশীষ বসু প্রমুখ।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন