ঢাকা জেলার নবাবগঞ্জ থানা ভবনসহ একাধিক ভবন উদ্বোধন এবং ঢাকা জেলার নবাবগঞ্জ থানা কমিউনিটি পুলিশিং সেল কর্তৃক আয়োজিত “সন্ত্রাস, জঙ্গি ও মাদক বিরোধী সমাবেশ ও নবাবগঞ্জ থানার ১০০ জন মাদক ব্যাবসায়ীর স্বাভাবিক জীবনে প্রত্যাবর্তন উপলক্ষে আজ(রবিবার) পুলিশ বাহিনীর পক্ষ থেকে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি। গেষ্ট অফ অনার ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারী শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্সপেকটর জেনারেল অব পুলিশ ডঃ জাভেদ পাটোয়ারী, ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান ও ঢাকা জেলার পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান।

উক্ত অনুষ্ঠানে চিহ্নিত ১০০ মাদক ব্যাবসায়ী আত্মসমর্পন করে স্বাভাবিক জীবনে ফিরে আসেন।
অনুষ্ঠানে উপস্থিত বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দিতে গিয়ে আইজিপি জানিয়েছেন মাদক, জঙ্গীবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে বাংলাদেশ পুলিশ যুদ্ধ ঘোষনা করেছে। তিনি এসময় পুলিশের সাথে জনগনের সম্পৃকতার কথাও বলেন। তিনি বলেন, ‘পৃথিবীর কোথাও শুধুমাত্র পুলিশের পক্ষে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে সফলতার নজির নেই। তাই পুলিশের সাথে জনগনের সস্পৃক্ততার উপর তিনি গুরুত্ব আরোপ করেন।

আত্মসমর্পন করা ১০০ জন মাদক ব্যাবসায়ীকে তিনি নতুন জীবনে স্বাগতম জানান। সাথে সাথে তিনি এও বলেন, এরপরও যারা মাদক ব্যাবসায় লিপ্ত থাকবে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।মাদক ব্যবসায়ীদের তিনি হুশিয়ারী দিয়ে আরো বলেন, হয় মাদক ব্যবসা  ছাড়তে হবে, নতুবা বাংলাদেশ ছাড়তে হবে। দেশে কোন মাদক ব্যবসায়ীর ঠাই হবেনা। 





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন