নড়াইল জেলা পুলিশের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় ও নানা কর্মসূচির মধ্যদিয়ে জাতির জনক বঙ্গ বন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার ভোরে সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি,আধা-সরকারি, স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বে-সরকারি ভবনসমূহ জাতীয় পাতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করা হয়।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার ১৫ আগস্ট বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ৪৪ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০১৯ যথাযথ মর্যদায় পালন উপলক্ষে জেলা পুলিশ নড়াইলের আয়োজনে পুলিশ লাইন্সে আলোচনা সভা,শিশুদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেণ নড়াইল জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম (বার) । উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নড়াইল জেলা প্রশাসক জনাব আনজুমান আরা সহ পুলিশের সকল উর্দ্ধতন কর্মকর্তাগণ ও পুলিশ লাইন্স স্কুলের শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ।পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার তুলে দেন জেলা প্রশাসক জনাব আনজুমান আরা।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন