বাংলাদেশের অভ্যন্তরীন নিরাপত্তা, অপরাধ দমন, আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনকালে কর্তব্যরত অবস্থায় বিগত বছরগুলোতে মৃত্যুবরণকারী (নিহত/মৃত) পুলিশ সদস্য’দের স্মরণে ‘পুলিশ মেমোরিয়াল ডে’ উদযাপন উপলক্ষে ১ মার্চ ২০২০খ্রি: চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্স ‘সিভিক সেন্টারে’ এক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম রেঞ্জের সন্মানিত ডেপুটি ইন্সপেক্টর জেনারেল ডিআইজি খন্দকার গোলাম ফারুক, বিপিএম(বার), পিপিএম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মাহবুবর রহমান, বিপিএম, পিপিএম।অনুষ্ঠানে দেশের জন্য জীবন উৎসর্গকারী  নিহত পুলিশ  পরিবারের  সদস্যদের কে উপহার প্রদান করা হয়।

এতে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা ইউনিট মুক্তিযোদ্ধা কমান্ডার জনাব মো: সাহাব উদ্দিন, চট্টগ্রাম মহানগর ইউনিট মুক্তিযোদ্ধা কামান্ডার জনাব মোজাফ্ফর আহমদ।এর আগে সকাল ১০ টায় কর্তব্যরত অবস্থায় বিগত বছরগুলোতে মৃত্যুবরণকারী (নিহত/মৃত) পুলিশ সদস্য’দের স্মরণে চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্স ‘সিভিক সেন্টারের স্মৃতিসৌধে ফুলের ঢালি নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি খন্দকার গোলাম ফারুক ও চট্রগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মাহবুবর রহমান।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন