যার প্রাইমারী শিক্ষার ভিত শক্ত, তার সফলতা অনিবার্য’-এ্যাড মোস্তফা লুৎফুল্লাহ এমপি

দ্বারা zime
০ মন্তব্য 190 দর্শন

।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।সিটিজেন জার্নালিস্ট(জিমি):
সাতক্ষীরা-১ (কলারোয়া-তালা) আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন- ‘প্রাথমিক শিক্ষাই একজন মানুষের আদর্শ হিসেবে গড়ে ওঠার প্রথম সিড়ি। প্রাথমিক শিক্ষার ভিত যদি শক্ত হয় তবে সমস্ত শিক্ষা জীবনে সাফল্য অনিবার্য।’
২২ ফেব্রুয়ারী বৃহষ্পতিবার দুপুরে তালা উপজেলার পাটকেলঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন প্রাচীর ও গেট উদ্বোধন শেষে বিদ্যালয় চত্বরে আয়োজিত সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এুস্তফা লুৎফুল্লাহ এমপি আরো বলেন- ‘কোমলমতি শিক্ষার্থীদের শুধু প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক ও বিনামূল্যে বই সরবরাহ দিয়েই শেষ নয় বর্তমান সরকার দেশের প্রাথমিক বিদ্যালয়কে একযোগে জাতীয়করণ করেছে। পাশাপাশি প্রাথমিক শিক্ষা ব্যবস্থা, অবকাঠামো ও সংশ্লিষ্ট সকল বিষয় যগোপযোগি করে গড়ে তোলার কাজ অব্যহত রেখেছে শেখ হাসিনার সরকার।’
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ইখতিয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফরিদ হোসেন, তালা প্রেসক্লাবের সভাপতি প্রনব ঘোষ বাবলু প্রমুখ।
অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ সুধিজনেরা উপস্থিত ছিলেন।
এদিকে, তালার ধানদিয়া কৃষ্ণনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টার উদ্বোধন করেন এড.মুস্তফা লুৎফুল্লাহ এমপি।
তথ্যঃ ডেইলি সাতক্ষীরা ডটকম।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন