রংপুর জেলা পুলিশের বিশেষ শাখার দ্বিবার্ষিক পরিদর্শন করেছেন স্পেশাল ব্রাঞ্চের ডিআইজি (কনফিডেনসিয়াল এন্ড কাউন্টার টেররিজম) জনাব আবু কালাম সিদ্দিক।গতকাল ২৬ ডিসেম্বরের রংপুর পুলিশ লাইন্সে পৌছালে রংপুরের পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার স্পেশাল ব্রাঞ্চের ডিআইজি কে ফুলেল শুভেচ্ছা জানান। পরে রংপুর জেলা পুলিশের একদল চৌকশ পুলিশ তাঁকে গার্ড অফ অনার সালামী প্রদান করেন।অতপর স্পেশাল ব্রাঞ্চের ডিআইজি আবু কালাম সিদ্দিক রংপুর জেলা পুলিশের বিশেষ শাখা র যাবতীয় কার্যক্রম আপডেট আছে কিনা তা পর্যবেক্ষণ করেন।পরে ডিআইজি বিশেষ শাখার অফিসারদের নিয়ে মতবিনিময় করেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন)ও পদন্নোতি প্রাপ্ত এসপি আবু মারুফ হোসেন,অতিরিক্ত পুলিশ সুপার ফজলে ইলাহী,অতিরিক্ত পুলিশ সুপার (পদন্নোতি প্রাপ্ত এসপি)(ডিএসবি) আবু তৈয়ব মোঃআরিফ হোসেন,অতিরিক্ত পুলিশ সুপার এ-সার্কেল মোঃমারুফ হোসেন,অতিরিক্ত পুলিশ সুপার বি সার্কেল একেএম শরিফুল আলম সহ বিশেষ শাখার ডিআইওয়ান ও অন্যান্য অফিসারগণ এ সময় উপস্থিত ছিলেন।