রংপুর মেট্রোপলিটন পুলিশের বিশেষ সেবা এ্যাম্বুলেন্স সার্ভিস চালু

দ্বারা zime
০ মন্তব্য 441 দর্শন

 

রংপুর মেট্রোপলিটন পুলিশের একটা স্বপ্ন সত্যি হতে যাচ্ছে। সড়ক দুর্ঘটনায় আহত রোগীকে দ্রুততার সাথে হাসপাতালে নিতে পারলে রক্তক্ষরণ বন্ধ/ কমানো যেমন সম্ভব, এমনকি দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে পারলে হয়তো জীবন বাঁচানো যায়।

অতিমারির এই সময়ে মানুষকে হাসপাতালে পৌঁছে দেওয়া একটা চ্যালেঞ্জও বটে। সামাজিক দায়বদ্ধতা থেকেই রংপুর মেট্রোপলিটন পুলিশের নিজস্ব উদ্যোগে এবং অর্থায়নে চালু হচ্ছে “সাশ্রয়ী মূল্যে এম্বুলেন্স সার্ভিস” ।

রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহা:আবদুল আলীম মাহামুদ বিপিএম জানান, এই অ্যাম্বুলেন্সটি কেবলমাত্র রংপুর মেট্রোপলিটন এলাকার মধ্যে রোগী বহনের কাজে ব্যবহৃত হবে ।তিনি জানান, অ্যাম্বুলেন্স এর গায়ে ভাড়ার তালিকা ও যোগাযোগের জন্য মোবাইল নম্বর দেয়া থাকবে। আগামীকাল থেকে রংপুর মেট্রোপলিটন এলাকায় বসবাসরত সম্মানিত নাগরিকবৃন্দকে আমরা এই ব্যতিক্রমী সেবা দিবো ইনশাআল্লাহ।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন