রাজপাড়া থানা ও বিভাগীয় পুলিশ হাসপাতাল পরিদর্শন করেছেন আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিক।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মো: আবু কালাম সিদ্দিক গতকাল সকাল সাড়ে ৯ টায় আরএমপি’র রাজপাড়া থানার কার্যক্রম পরিদর্শন করেন। এসময় তিনি জনবান্ধব পুলিশি সেবা নিশ্চিত করতে সততা, দক্ষতা, পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে সকলের প্রতি আহ্বান জানান। এরপর তিনি বিভাগীয় পুলিশ হাসপাতাল, রাজশাহী’র কার্যক্রম পরিদর্শন করেন। এসময় তিনি চিকিৎসা নিতে আসা রোগীদের সাথে কথা বলেন।
পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) মো: তৌহিদুল আরিফ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এলআইসি) ডি, এম, হাসিবুল বেনজীর, সহকারি পুলিশ কমিশনার (রাজপাড়া) মো: সোহেল রানা ও ডা: মো: নজরুল ইসলাম, তত্ত্বাবধায়ক, বিভাগীয় পুলিশ হাসপাতাল, রাজশাহী-সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।