রাজশাহীতে  নভেল করোনা ভাইরাস সংক্রামণ প্রতিরোধ বিষয়ক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গত ২৫ মার্চ ২০২০ তারিখ, বুধবার বিকাল ০৪:০০ টায় বিভাগীয় কমিশনার, রাজশাহীর সম্মেলন কক্ষে নভেল করোনা ভাইরাস (কোভিড-১৯) রোগের সংক্রামণ প্রতিরোধ, সচেতনতা বৃদ্ধি, গৃহীত পদক্ষেপসমূহ, উদ্ভুত পরিস্থিতি পর্যবেক্ষণ এবং মোকাবেলা সংক্রান্ত এক ‘বিশেষ মতবিনিময় সভা’ অনুষ্ঠিত হয়। রাজশাহী বিভাগীয কমিশনার জনাব হুমায়ুন কবির খন্দকার এঁর সভাপতিত্বে       উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  মেয়র, রাজশাহী সিটি কর্পোরেশন। এসময় অনুষ্ঠানে   বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ হুমায়ুন কবির বিপিএম, পিপিএম ,রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) জনাব এ কে এম হাফিজ আক্তার, বিপিএম (বার) প্রমুখ।

এসময় উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন  সাংসদ সদস্য ,  পরিচালক, রাজশাহী মেডিকেল কলেজ, অধ্যক্ষ, রাজশাহী মেডিকেল কলেজ, অ্যাডিশনাল ডিআইজি, রাজশাহী রেঞ্জ, পরিচালক (স্বাস্থ্য), জেলা প্রশাসক, রাজশাহী সহ রাজশাহী বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন