রাজশাহীতে ধর্ষণ ও নারী নির্যাতনবিরোধী সমাবেশ করেছে পুলিশ। শনিবার সকাল সাড়ে ১০টায় রাজশাহী মহানগরীর সাহেববাজার বড় মসজিদ চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
রাজশাহী নগরীর বোয়ালিয়া মডেল থানা আয়োজিত সমাবেশে আরএমপির বিভিন্ন বিট পুলিশিং কমিটির সদস্যরা অংশ নেয়। নারী নির্যাতনবিরোধী আলাদা আলাদা শোভাযাত্রা নিয়ে এই সমাবেশে যোগ দেন তারা।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কমিশনার আবু কালাম সিদ্দিক। তিনি বলেন, আমরা গোটা রাজশাহী শহরকে সিসি ক্যামেরার আওতায় আনব। এ শহরে ধর্ষণ, নারী নির্যাতনের ঘটনা ঘটতে দেব না। আমরা সবার সহযোগিতা চাই। সহযোগিতা পেলে রাজশাহীকে আমরা শান্তির শহর হিসেবেই গড়ে তুলতে পারব।
পুলিশ কমিশনার বলেন, সন্তানদের মাঝে ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করতে হবে। খেলাধুলার মধ্য দিয়ে তাদের খারাপ কাজ থেকে দূরে সরিয়ে আনতে হবে। তাহলে সমাজ হবে অপরাধমুক্ত।
সমাবেশে বিশেষ অতিথি ছিলেন আরএমপির অতিরিক্ত কমিশনার সুজায়েত ইসলাম ও সালমা বেগম। সভাপতিত্ব করেন আরএমপির বোয়ালিয়া জোনের উপ-কমিশনার সাজাদ হোসেন।