রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।আজ ১৪ অক্টোবর, ২০১৯ তারিখ বেলা ১১ টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ(আরএমপি) সদর দপ্তর কনফারেন্স রুমে মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন আরএমপি’র পুলিশ কমিশনার মোঃ হুমায়ুন কবির বিপিএম, পিপিএম।

আরএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(সদর) মোঃ গোলাম রুহুল কুদ্দুস স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কমিশনার মহোদয় সভার শুরুতেই পারফরম্যান্স এর উপর ভিত্তি করে শ্রেষ্ঠ উপ-পুলিশ কমিশনার, শ্রেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার, শ্রেষ্ঠ অফিসার, শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার, শ্রেষ্ঠ উদ্ধারকারী, শ্রেষ্ঠ সিটিএসবি অফিসার, শ্রেষ্ঠ কোর্ট অফিসার এবং বিশেষ পুরস্কার সম্মাননা স্মারক বিতরণ করেন।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, সম্মাননা স্মারক বিতরণ শেষে রাজশাহী মহানগরীর অপরাধ বিষয়ক বিবিধ আলোচনা শেষে অপরাধ সভায় তিনি চলমান মাদক বিরোধী অভিযান আরো বেশি জোরদার, বিট পুলিশিং কার্যক্রম ও কমিউনিটি পুলিশিং কার্যক্রম জোরদার করাসহ গ্যাং কালচার/কিশোর অপরাধ প্রতিরোধে কঠোর নজরদারি এবং জনমুখি পুলিশিং কার্যক্রম বেগবান করার দিক নির্দেশনা প্রদান করেন।

নগরবাসীকে ট্রাফিক আইন মানানোর ক্ষেত্রে ট্রাফিক বিভাগকে ট্রাফিক বিষয়ক সচেতনতা বাড়ানোর পরামর্শ প্রদান করেন। মহানগরীকে মাদক সন্ত্রাস এবং জঙ্গিমুক্ত নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

অপরাধ সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মোঃ সুজায়েত ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) সালমা বেগম পিপিএম, উপ-কমিশনার (সদর) সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং থানার অফিসার ইনচার্জবৃন্দ।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন