মেহেদী হাসান তপু: আজ  পহেরা ডিসেম্বর ২০২১ বিশ্ব এইডস দিবস উপলক্ষে সারা দেশের ন্যায় সাতক্ষীরাতে ও যথাযথ মর্যাদায় স্বাস্থ্যবিধি অনুসরনপূর্বক দিবসটি উৎযাপন করা হয়।


সদর হাসপাতাল প্রঙ্গনে স্ট্যান্ডিং র‍্যালী অনুষ্ঠিত হয় সকাল ১০:০০ টায়। র‍্যালীর পর সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা পর্যায়ের কর্মকর্তাগন, এনজিও প্রধান/প্রতিনিধি, চিকিৎসক, সাংবাদিক, হাসপাতাল ও সিভিল সার্জন অফিসের কর্মকর্তা কর্মচারীগন অংশগ্রহন করেন। এবারের প্রতিপাদ্য:-
“সমতার বাংলাদেশ এইডস
ও অতিমারী হবে শেষ।” সভায় সভাপতিত্ব করেন ডাঃ মোঃ হুসাইন শাফায়াত সিভিল সার্জন সাতক্ষীরা ।

এসময় বক্তব্য রাখেন  মমতাজ আহমেদ বাপ্পী প্রেসক্লাব সাভাপতি সাতক্ষীরা, প্রজেকশানে ছিলেন ডাঃ মোঃ আমানতউল্লাহ SIMO বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও উপস্থাপনায় মন্জু মিয়া ডিআইসি ম্যানেজার লাইট হাউজ কনসোর্টিয়াম সাতক্ষীরা। এছাড়া আরো উপস্থিত  ছিলেন সাধন চন্দ্র পরিচালক স্বদেশ সাতক্ষীরা, পরিচালক বর্ষা সাতক্ষীরা, ম্যানেজার নারী মুক্তি সংস্থা, ম্যানেজার মুক্ত আকাশ সাতক্ষীরা। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পুলক চক্রবর্তী সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা সাতক্ষীরা।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন