শিক্ষার্থীদের ক্লাসে যেতে বল্লেন,জেলা আওয়ামীলীগের প্রেসিডেন্ট জননেতা মুনসুর আহম্মেদ।।

দ্বারা zime
০ মন্তব্য 334 দর্শন

♣♣♣
সিটিজেন জার্নালিস্ট,সাতক্ষীরা(জিমি):
নিরাপদ সড়ক চাই আন্দোলনরত শিক্ষার্থীদের ক্লাসে যেতে বলেছেন,জেলা আওয়ামীলীগের প্রেসিডেন্ট, সাবেক সংসদ সদস্য, সাবেক জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা জননেতা মুনসুর আহম্মেদ।।
মঙ্গলবার সকাল ১১ টার সময় দেবহাটার সখিপুর মোড়ে খান বাহাদুর আহছানউল্লাহ রঃ কলেজের শিক্ষার্থীরা নিরাপদ সড়ক চাই মর্মে দাবী করে আন্দোলন করতে থাকে।সংবাদ পেয়ে সেখানে ছুটে চলে যান সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্জ মুনসুর আহম্মেদ।সেখানে গিয়ে তিনি দেখতে পেলেন ট্রাফিক সপ্তাহ ২০১৮ উপলক্ষে সখিপুর মোড়ে কালিগজ্ঞ সার্কেল এএসপি ইয়াছিন আলীর নেতৃত্বে দেবহাটা থানা পুলিশ অবৈধ যানবহণের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে।অপর দিকে খান বাহাদুর আহছানউল্লাহ রঃ কলেজের সামনে শিক্ষার্থীরা আন্দোলন করছে।এসময় জেলা আ’লীগ প্রেসিডেন্ট জননেতা মুনসুর আহম্মেদ শিক্ষার্থীদের কাছে যান।শিক্ষার্থীদের কাছে গিয়ে তিনি তাদের কে বুঝিয়ে বলেন….

নিরাপদ সড়ক আইন-২০১৮ আজ কেবিনেটে পাস হবে।আগামী সেপ্টেম্বরে পার্লামেন্টে সেটি আইন আকারে আসবে।তোমরা শিক্ষার্থীরা যে সব দাবি করেছো,,,,
বাস পাস সড়ক,আন্ডার পাস রোড,স্কুল বাস সব কিছুই দাবী তো মাননীয় প্রধান মন্ত্রী মেনে নিয়েছেন।তোমাদের সঙ্গে পুলিশ আছে,র্্যাব তোমাদের সঙ্গে,বিজিবি তোমাদের সঙ্গে,আমরা যারা রাজনৈতিক ব্যক্তিত্ব তারাও তোমাদের সাথে একত্ততা প্রকাশ করেছি।তোমাদের মতের বাইরে তো আমরা নই।তাহলে তোমরা কেনো এখন সব দাবী মেনে নেওয়ার পরেও এখন রাস্তায় অবস্থান করছো??
আমি অনুরোধ করবো, তোমরা কলেজে চলে যাও।আমি শিক্ষকদের কে অনুরোধ করছি আপনারা শিক্ষার্থীদের কে নিয়ে ক্লাসে চলে যান।
জেলা আওয়ামীলীগ সভাপতি শিক্ষার্থীদের উদ্যেশ্যে আরো বলেন,তোমাদের সব দাবীদাবা মেনে নিয়ে একের পর এক বাস্তবায়ন করতে চলেছে মাননীয় প্রধান মন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনা।
এর ভিতরে কিছু রাজনৈতিক দল নিজেদের ফায়দা লুটার জন্য বলছে, এটা কোটা আন্দোলনের মত হবে, কার্যকর হবেনা।
তিনি আরো বলেন,যদি কোটার মত হোত??তাহলে বিষয়টি মাননীয় প্রধান মন্ত্রী কেবিনেটে তুলতেন না।আর কেবিনেটে যখন বিষয়টি উঠেছে তখন এটি অবশ্যই কার্যকর হবে।আর সমস্ত প্রশাসনের লোক তোমাদের পক্ষে, আমরাও তোমাদের পক্ষে,সুতরাং তোমরা ক্লাসে ফিরে যাও ও মানুষের মত মানুষ হও।তোমাদের হাতেই এক সময় আমরা রাজনীতি রেখে চলে যাবো ওপারে।এসময় উপস্থিত ছিলেন কালিগজ্ঞ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার জনাব ইয়াছিন আলী,দেবহাটা থানার অফিসার ইনচার্জ সৈয়দ মান্নান আলী, সেন্ট্রাল ছাত্রলীগ সদস্য ও ছাত্রলীগ নেতা ওয়াহিদ পারভেজ,জেলার তাতীলীগ নেতা কাজী মারুফ সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন