শীতে করোনা ভাইরাসের সংক্রমণরোধ ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে নাগরিকদের পাশে সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটি

দ্বারা zime
০ মন্তব্য 149 দর্শন

 

মাহফিজুল আক্কাস: শীতে মহামারী করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ’র সংক্রমণ রোধে গণসচেতনতা সৃষ্টিতে সাতক্ষীরা জেলার নাগরিকদের পাশে দাঁড়িয়েছে সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটি। মঙ্গলবার (২২ ডিসেম্বর) বিকাল ০৫টায় সাতক্ষীরা সদরের শিবপুর ইউনিয়নের খানপুর বাজারে সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সভাপতি ও দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জি.এম নুর ইসলামের সভাপতিত্বে মাস্ক বিতরণ অনুষ্ঠানে করোনা ভাইরাস’র সংক্রমণ রোধে সচেতনতামূলক বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সিনিয়র সহ সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ¦ ডা. আবুল কালাম বাবলা, সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান বাবু, নির্বাহী সদস্য আাবুল কালাম আজাদ, মোহম্মদ আলী সিদ্দিকী, আবদুল গফফার, আমিরুল ইসলাম মুকুল, জমাত আলী মেম্বার, নাসিরুদ্দীন, সোহরাব বাবু, সদর উপজেলা আওয়ামী লীগ নেতা আকবার আলী, শিবপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আবুল কাশেম, শেখ শাওকাত হোসেন, শিবপুর ইউনিয়ন শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, আজহারুল ইসলাম প্রমুখ। শীতে মহামারী করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ’র সংক্রমণ রোধে গণসচেতনতা সৃষ্টিতে নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রাখা ও করোনার সংক্রমণ রোধে সকলকে মাস্ক ব্যবহার করার বিষয়ে সুফল ও কুফল সম্পর্কে অবহিত করে বক্তব্য রাখেন নেতৃবৃন্দ। সকলকে করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে মাস্ক ব্যবহার করার আহবান জানানো হয় এবং সেই সাথে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে জেলার প্রতিটি গ্রাম পর্যায়ে ও প্রত্যন্ত অঞ্চলে মাস্ক ব্যবহার নিশ্চিত করণে জেলা প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছে সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নেতৃবৃন্দ। এসময় সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন