চুরি, ছিনতাই, মাদক, জঙ্গিবাদ, বেপরোয়া মোটর সাইকেল চালনা ও ইভটিজিং প্রতিরোধকল্পে হবিগঞ্জ শহরের ৭নং ওয়ার্ড এলাকাবাসীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। হবিগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং এর আয়োজনে গতকাল বুধবার রাত ৯টায় শহরের রাজনগর এলাকাস্থ অনামিকা কমিউনিটি সেন্টারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যাহ (বি.পি.এম)বার।

৭নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং এর সভাপতি মোঃ নাসির উদ্দিনের সভাপতিত্বে ও হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সভাপতি শাকিল চৌধুরীর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রবিউল ইসলাম, হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সহিদুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যাহ বলেন, “জঙ্গীবাদ একটি আন্তর্জাতিক সমস্যা। কিছু স্বার্থান্নেষী মহল ইসলামকে বিকৃত করে সহজ-সরল ধর্মপ্রাণ মুসলমানদের বিভ্রান্ত করে বিপথগামী করছে। এদের ব্যাপারে সকলকে সজাগ থাকতে হবে”। তিনি বলেন, “সকলের সচেতনতা ও সহযোগিতা নিয়ে মাদক মুক্ত হবিগঞ্জ গড়তে চাই”। আইন-শৃঙ্খলা বাহিনীর সীমাবদ্ধতার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, “হবিগঞ্জ জেলায় ২১ লাখ মানুষের বসবাস। এত বিপুল সংখ্যক মানুষের জানমালের নিরাপত্তার জন্য কাজ করছে মাত্র ১ হাজার পুলিশ। আমাদের সীমাবদ্ধতার বিষয়টি অবশ্যই বিবেচনায় নিতে হবে”। তিনি আরোও বলেন, “চুরি-ছিনতাইসহ অপরাধ কর্মকান্ড নিয়ন্ত্রন করতে সমগ্র শহরকে সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে”। মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, এ্যাডভোকেট আবুল খয়ের, অধ্যাপক ইলিয়াছ বখত চৌধুরী জালাল, অধ্যাপক এনামুল হক, এ্যাডভোকেট দেওয়ান মসউদ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, এ্যাডভোকেট মনসুর উদ্দিন ইকবাল, এ্যাডভোকেট আফজল আহমদ, দেওয়ান মোস্তাক গাজি, দেওয়ান ফুয়াদ চৌধুরী, হাজী আব্দুর রহমান, হবিগঞ্জ পৌর কমিউনিটি পুলিশিং এর সভাপতি লায়ন মোঃ হিরাজ মিয়া ও সাধারণ সম্পাদক রাসেল চৌধুরী, বাডস কেজি এন্ড হাইস্কুলের অধ্যক্ষ নুর উদ্দিন জাহাঙ্গীর, আব্দুল মোতালিব মমরাজ, শাহ সালাউদ্দিন টিটু, শাবাজ চৌধুরী, আলাউদ্দিন আহমেদ, গাজী মিজবাহ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা রাশিদুল হক চৌধুরী কাজল প্রমূখ।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন