সন্ত্রাস-মাদক-জঙ্গির বিরুদ্ধে কঠোর অবস্থানে র‍্যাব মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন

দ্বারা Update Satkhira
০ মন্তব্য 140 দর্শন

 

র‍্যাব মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, ‘দুর্গম হাওর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সুনামগঞ্জে স্থায়ী র‍্যাব ক্যাম্প স্থাপন করা হয়েছে। জেলার ১১ উপজেলার বাসিন্দারা র‍্যাব ক্যাম্পের সেবা পাবেন। বর্তমান সরকারের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে এই ক্যাম্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে ও নিয়ন্ত্রণে রাখতে সুনামগঞ্জ ক্যাম্পের সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।  সুনামগঞ্জকে সন্ত্রাস জঙ্গিবাদ ও মাদকমুক্ত রাখতে প্রতিনিয়ত র‍্যাব কাজ করছে। সন্ত্রাস, মাদক, জঙ্গিবাদ ও চোরালানকারীদের বিরুদ্ধে র‍্যাব কঠোর অবস্থানে রয়েছে।’

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে সুনামগঞ্জ শহরের তেঘরিয়া এলাকায় র‍্যাবের স্থায়ী ক্যাম্প উদ্বোধন হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে র‍্যাব মহাপরিচালক এ কথা বলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ২৮ বিজিবির অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল মাহবুবুর রহমান, জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ, অধিনায়ক র‍্যাব-৯, উইং কমান্ডার মোমিনুল হক, অতিরিক্ত পুলিশ সুপার বসু দত্ত চাকমা।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন