সময় এখন নিজেকে বদলে
বদলে ফেলার।
চলো বদলে যাই
সবার থেকে ৪ ফুট
দুরে রই।
কেউ আমাকে ৪ ফুট দুরে থাকতে বাধ্য করবেনা
আমি নিজেই তা মেনে চলব।
আমি বার বার এ কথাই বলব
কোন প্রয়োজন নাই আমাকে বাধ্য করার।
আমি পন্য বেচব দুরত্বের নিয়ম মেনে
আমিওকিনব দুরত্বের নিয়ম জেনে।
হাতে হাতে পন্য দেয়া ত্রাণ দেয়া বন্ধ রাখব
করোনা ঝুঁকি থেকে মুক্ত থাকব।
সকল ধর্মালয়ে দুরত্বের নিয়ম পালন করব
রাস্তা ঘাটে হাটে বাজারে আড্ডা
দেয়া বন্ধ করব।
নুতন করে জেলায় আসা মানুষ জনের
খবর রাখব
উপসর্গের সংবাদ জানলে সংশ্লিষ্টদের
তলব করব।
দায়িত্ব সবার এ ভাবনা মাথায় আনব
ভীড় বাট্টা এড়িয়ে চলব
বেশী বেশী প্রচার করব
ভালো কাজকে সমর্থন করব
তথ্য নিয়ে এগিয়ে আসব
পুরনো ভাবনা বদলে ফেলব।
করোনা ঝুঁকি হ্রাস করব।

লেখক : এসএম মোস্তফা কামাল,বিঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক, সাতক্ষীরা।

 





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন