সাতক্ষীরায় অস্ত্র সহ বিএনপি নেতা মাছুম বিল্লাহ শাহীন আটক

দ্বারা zime
০ মন্তব্য 385 দর্শন

 

সাতক্ষীরায় বিএনপির নেতা শেখ মাছুম বিল্লাহ শাহীন(৪০)কে অস্ত্রসহ আটক করেছে পুলিশ। শুক্রবার ভোর পৌনে ৫টার দিকে উপজেলার গোপালপুর গ্রামের একটি মৎস্যঘের থেকে তাকে আটক করা হয়। তিনি সাতক্ষীরা শহরের দক্ষিন কাটিয়া গ্রামের মৃত. মোশারফ হোসেনের পুত্র। এছাড়া তিনি সাতক্ষীরা পৌর বিএনপির যুগ্ম আহবায়ক।

শুক্রবার সন্ধ্যায় শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাংবাদিকদের মাছুম বিল্লাহ শাহীনকে অস্ত্রসহ আটকের বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, উপজেলার গোপালপুর গ্রামে হাফিজুর রহমানের মাছের ঘেরের সামনে রাস্তার উপর থেকে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) এস,এম জাহাঙ্গীর আলম তাকে আটক করে। এসময় তাকে তল্লাশি করে ১টি দেশীয় তৈরি ওয়ান শুটারগান সহ দুই রাউন্ড তাজা গুলি জব্দ করে পুলিশ।

শ্যামনগর থানার ওসি মুহাম্মদ  নূরুল ইসলাম বাদল বলেন, ভোরের দিকে অস্ত্র বিক্রির খবর পুলিশ গোপনে জানার পর তাৎক্ষনিক ঘটনাস্থলে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি সহ ওই ব্যক্তিকে হাতে নাতে আটক করা হয়। এঘটনায় অস্ত্র আইনে উপ-পরিদর্শক জাহাঙ্গীর আলম বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। আসামীকে সাতক্ষীরা আদালতে পাঠানো হয়েছে।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন