মাহফিজুল ইসলাম আককাজ :  “মুজিব বর্ষের প্রতিশ্রুতি, জোরদার করি দুর্যোগ প্রস্তুতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় সাতক্ষীরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ও সিপিপি ৫০ বছর উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ অক্টোবর) বেলা ১২টায় সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,“অপরিকল্পিত মৎস্য ঘের এবং গাছ কেটে উজাড় করার কারণেই প্রতিবছর উপকূলীয় অঞ্চলে দুর্যোগের প্রভাব বেশি লক্ষ্য করা যায়। সুন্দরবনকে রক্ষা করতে হবে। কোন অবস্থায় সুন্দরবনের গাছ কাটা যাবে না, গাছ আমাদের দুর্যোগকালীন সময়ে বুক পেতে রক্ষা করে। পুরোপুরিভাবে দুর্যোগ প্রতিরোধ করা সম্ভব নয়, তবে জনসচেতনার মাধ্যমে দুর্যোগের ক্ষয়-ক্ষতি কমানো সম্ভব। প্রত্যেকের নিজস্ব অবস্থান থেকে দেশকে ভালোবেসে কাজ করলে দুর্যোগ প্রশমন করা কিছুটা সম্ভব। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হলে সকলকে একযোগে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এম.এম মাহমুদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আরিফুর রহমান, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস.এম আব্দুল্লাহ আল-মামুন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমিন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল বাসেত, জেলা তথ্য অফিসার মো. মোজাম্মেল হক, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইয়ারুল হক, জেলা আনসার কমান্ডেন্ট মুর্শিদা আক্তার, সুশীলন জেলা প্রধান জি.এম মনিরুজ্জামান, প্রোগ্রাম অফিসার উম্মে হালিমা, প্লান্ট এন্ড অডিড অফিসার নাশিদ আকবার, সিপিপি খুলনা বিভাগীয় প্রধান কাউসার হোসেন, আলিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফাতিমা জামান প্রমূখ। অনুষ্ঠানের শুরুতে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে দুর্যোগকালীন সময়ে বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়। এসময় অনুষ্ঠান সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন